নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন রাজধানীর উত্তরার ৬নং সেক্টর থেকে চাকরি প্রদানের নামে প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাৎকারী একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো: ১। মোঃ তামিম (২১) ২। ফয়সাল মোড়ল (২১) ৩। মোঃ রাসেল হোসেন (২২) ও ৪। মোঃ মাহফুজুর রহমান (২৫)।গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, চক্রটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপারশপের নাম, লোগো ও আউটলেটের ছবি ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে আসছিলো। তারা অনলাইন ও অফলাইন বিভিন্ন মাধ্যমে এসব প্রতারণামূলক বিজ্ঞপ্তি ছড়িয়ে সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারণার বিষয়টি স্বপ্ন সুপারশপ কর্তৃপক্ষের নজরে আসলে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করে।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তের জন্য সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিটিসি, ডিএমপি-তে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে ২৪ মে ২০২৫ খ্রি. দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় উত্তরা ৬নং সেক্টরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত জনসাধারণকে এসব প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে এবং যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ভেরিফাইড প্ল্যাটফর্ম (যেমন: ফেসবুক, অফিশিয়াল ওয়েবসাইট, লিঙ্কডইন) বা নির্ভরযোগ্য উপায়ে যাচাই করে নিশ্চিত হওয়ার পরামর্শ প্রদান করছে।