মঞ্জুর:
আইইবি দখলবাজ কর্তৃক পুলিশী ছত্রছায়ায় বহিরাগত সন্ত্রাসী এনে শান্তিপূর্ণ প্রকৌশলী মহাসমাবেশে নগ্ন হামলা, সম্মানিত প্রকৌশলীদের যখম ও সমাবেশ পন্ড করার তীব্র নিন্দা ও প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১০ই মে ২০২৫ এক্সজেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সভাপতি আইইবি আ.ন.ম আক্তার হোসেন। তিনি বলেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অবৈধভাবে দখলকারীরা আজ আইইবি এর একটি ইওজিএম আহবান করে বিষয়টি ছিল নির্বাচন সংক্রান্ত। আইইবির গঠনতন্ত্র অনুযায়ী বিষয় ইওজিএম আলোচনার বিষয় ছিল না। ইনস্টিটিউশনের গঠনতন্ত্রের ধারা লংঘন করে অবৈধভাবে আইইবি দখলকারীরা ইওজিএম নির্বাচনের বিষয়টি আলোচনার জন্য নির্ধারন করেন। বর্তমান দখলকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে এবং এ বিষয়টি আদালতে এখতিয়ারাধীন। অবৈধভাবে আইইবি দখলকারীদের সম্পর্কে আমাদের প্রতিবাদ থাকা সত্ত্বেও আমরা ইওজিএম যোগদানে সিদ্ধান্ত নেই। সেই লক্ষ্যে আজ সকাল ১০টার মধ্যে আইইবি কয়েকশত সদস্য আইইবির সন্নিকটে সমবেত হন। তারা যখন আইইবির মূল গেটে প্রবেশ করতে যান তখন পুলিশ বাধা দেন। শুধু বহিরাগত এই প্রকৌশলীদের উপর ককটেল নিক্ষেপ করে। তাদের আক্রমনে কয়েকজন প্রকৌশলী গুরুতরভাবে আহত হন। পুলিশ আহত একজন প্রকৌশলীকে গ্রেফতার করে। তিনি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের প্রথম নির্বাচিত ভিপি। এমতাবস্থায় কোন ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য আমরা সেখানকার স্থান ত্যাগ করি। তিনি আরও উল্লেখ করেন এই অবস্থায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করছি এবং এই সকল অবৈধ কাজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আইইবি প্রকৌশলী মিয়া মোঃ কাইয়ুম, প্রকৌশলী এম.এম গালিব, প্রকৌশলী মোঃ আব্দুর রউফ, প্রকৌশলী সোয়েব বাশারী হাবলু, প্রকৌশলী কাজী ফজলুল করিম, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম, প্রকৌশলী রায়ান আহমেদ আদর প্রমুখ।

উপদেষ্টা পরিষদের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার, ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী,