Somoy News BD

ব্রেকিং নিউজ

উত্তম কৃষি চর্চা

মঞ্জুরঃবাংলাদেশ উত্তম কৃষি চর্চার কর্মশালা গত ১১-১২ই মার্চ ২০২৪ রাজধানী ফার্মগেটস্থ BARC অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,ড.শেখ মোহাম্মদ বখতিয়ার,নির্বাহী চেয়ারম্যান,BARC।উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, ড.মোঃ আব্দুস সালাম,মেম্বার,পরিচালক, (শস্য)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ মাহমুদুর রহমান, যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়, মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট ডিরেক্টর ও ড. জাকিয়া রহমান মনি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিউট্রেশন নিরাপদ খাদ্য  উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা-২০২০ প্রণয়ন  করা হয়েছে। খামার পর্যায়  হতে শুরু করে ভোক্তা  পর্যায়ে নিরাপদ ও  মানসম্পন্ন খাদ্য নিশ্চিত
করতে খামারে উৎপাদন  এবংউৎপাদনোত্তর প্রক্রিয়ায়Good Agricultural Practices(GAP) বাস্তবায়নঅত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশেGAP বাস্তবায়নের লক্ষ্যে  বাংলাদেশ কৃষি গবেষণা  কাউন্সিল (বিএআরসি) (স্কিমওনার) এবং কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সার্টিফিকেশন বডি  (Bangladesh Agricultural Certification Body-BACB) হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়ে GAP সার্টিফিকেশন  প্রদানে কাজ করছে।GAP বাস্তবায়নের লক্ষ্যে ৫টি মডিউল নিরাপদ খাদ্য;  পরিবেশগত ব্যবস্থাপনা;  কর্মীর স্বাস্থ্য, নিরাপত্তা ও  কল্যাণ; পণ্যমান মডিউল এবং সাধারণ প্রয়োজনীয়তা মডিউলসহ মোট ৫টি মডিউলসহ বাংলাদেশ উত্তম কৃষি চর্চা’র মানদণ্ড(Standards of Bangladesh Good Agricultural Practices) প্রস্তুত করা  হয়েছে এবং উক্ত মানদন্ড  বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয় যা জাতীয় মান হিসেবে অর্ন্তভুক্ত করা হয় (BDS2025:2023)1 কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ GAP  এর সার্টিফিকেশন মার্কস (লোগো) অনুমোদিত হয়েছে।বিশ্ব ব্যাংকের অর্থায়নে  বাস্তবায়িত PARTNER  প্রকল্পে ১৫টি ফসলের GAP প্রোটোকল তৈরি এবং মাঠ  পর্যায়ে বাস্তবানের কার্যক্রম চলমান আছে।চলতি অর্থবছরে (২৩-২৪) ৬টি ফসলের GAP প্রোটোকল প্রণয়নের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে বিএআরসি’র মাধ্যমে ৮টি ফসলের GAP প্রোটোকলের খসড়া প্রস্তুত করা হয়েছে। ফল (আম, কাঁঠাল, পেয়ারা) এলাকা (নাচোল, চাপাই নবাবগঞ্জ, ভালুকা, ময়মনসিংহ
গোদাগাড়ী, রাজশাহী) সবজি (বেগুন, বরবটি, লাউ, কাচা পেঁপেঁ) এলকা (শিবপুর, নরসিংদী, চান্দিনা, কুমিল্লা, ধামরাই, ঢাকা, আট ঘটিয়া, পাবনা, সদর, যশোর) এ ছাড়াও মাঠ পর্যায়ের জনবলের (কৃষক, উদ্যোক্তা, বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মকর্তা) সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ভেলিডেশন ট্রায়ালের কৃষকসহ পার্শ্ববর্তী এলাকার কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। ইতোমধ্যে ৫টি ব্যাচে (নাচোল, চাঁপাইনবাবগঞ্জ; ধামরাই, ঢাকা; চান্দিনা, কুমিল্লা; শিবপুর, নরসিংদী, সদর, যশোর) ১২৫ জন কৃষককে নিরাপদ ফল ও সবজি উৎপাদনে GAP প্রশিক্ষণ প্রদান করা হয়। নির্বাচিত ১৫টি ফসলের জন্য GAP ফ্যাসিলিটিসহ ১৫টি প্যাকহাউজ নির্মাণের  জন্য আর্কিটেকচারাল  ডিজাইন এবং টেন্ডার প্রক্রিয়ার  সকল ডকুমেন্ট প্রস্তুত করা হয়েছে।

Related Articles

পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে

আরও পড়ুন

শিশু শ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিশু শ্রম নিরসনে প্রয়োজন সকল মন্ত্রণালয়ের

আরও পড়ুন

জনগণকে কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বলেছেন, জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করা। এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ

আরও পড়ুন

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman