স্টাফ রিপোর্টার- আসন্ন ঢাকা বিভাগীয় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক গোলাম রহমান রাজিব। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’কে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শান্তিপূর্ণ সমাবেশ পালনের লক্ষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আপনারা জানেন দেশকে অস্থিতিশীল করতে একটি দেশ বিরোধী চক্র সক্রিয় রয়েছে। আগামী ২৮ মে’র সমাবেশের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে পারব।
চব্বিশের গণঅভ্যুথ্যান/ছাত্র আন্দোলনে বিএনপির ভুমিকা তুলে ধরে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন “এখনি সময় তারুণ্যের স্পিরিট কে সামনে রেখে দেশকে এগিয়ে নেয়ার, আর সেই তারুন্যের নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান।
তিনি বলেন, “আগামী ২৮ জুলাইয়ের সমাবেশে লক্ষ লক্ষ যুবসমাজের কন্ঠস্বরে ধ্বনিত হবে অবিলম্বে নির্বাচন দিতে হবে এবং সেই আওয়াজ নয়াপল্টন থেকে যমুনায় গিয়ে পড়বে। আমি বিস্বাস করি ২৮ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সতর্ক করে দিতে চাই, এখনো যদি শুভ বুদ্ধির উদয় না হয়, ঈদের পর বৃহত্তর কর্মসূচী ঘোষনা হবে এবং সেই কর্মসূচীর মাধ্যমে আমরা এই সরকারকে বাধ্য করব ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে। যার মাধ্যমে বাংলাদেশ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা পাবে।
উল্লেখ্য, আগামী ২৮ মে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপির তিন সংগঠ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
ইতিমধ্যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। লাখো তরুণের উপস্থিতিতে তারুণ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে