Somoy News BD

ব্রেকিং নিউজ

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রম বাজার তৈরিতে এনআরবি রাইটস মুভমেন্টের ৯ দফা দাবি

মঞ্জুর:
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১৭ই মার্চ ২০২৫ এনআরবি রাইটস মুভমেন্ট ম্যানচেস্টার, যুক্তরাজ্য চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ৯ দফা প্রস্তাবনা ও লিখিত বক্তব্য পাঠ করেন ব্যারিস্টার মিজানুর রহমান।তিনি বলেন, নন রেসিডেন্ট বাংলাদেশি, একসময়ে আমাদের কোন হকবা রাইট ছিল না।আমরা বিলিয়ন বিলিয়ন ডলার,পাউন্ড,  ইউরো, দিরহাম রেমিটেন্স পাঠিয়েছি বাংলাদেশে। বিনিময়ে আমরা কিছু পাইনি।আমাদের কোন ভোটাধিকার নাই।বেসিক কোন অধিকার নাই-আমরা যারা বিভিন্ন দেশে থাকি।আমি এসব বিষয়ে আপনাদের সামনে  কথা বলতে এসেছি।বাংলাদেশকেরেখে কাজের প্রয়োজনে হাজার হাজার মাইল দূরে থাকি।তবে দেশের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে অবদান রয়েছে।চেষ্টা করি দেশের জন্য দেশের স্বজনদের জন্য ভাল কিছু করার।কিন্তু এই কাজগুলোকে আরো ত্বরান্নিত করতে
যা করা দরকারঃ

১.ভোটাধিকার: বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে হবে, যাতে তারা বিদেশ থেকে ভোট দিতে পারেন। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখনও কোনো বাস্তবায়ন হয়নি।

২. সংসদ সদস্য হওয়ার সুযোগ: যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদেরও সংসদ সদস্য হওয়ার সুযোগ দিতে হবে।

৩. পৈত্রিক সম্পত্তির অধিকার: বিদেশে জন্মগ্রহণকারী এনআরবি সন্তানদের বাংলাদেশে পৈত্রিক সম্পত্তি নিয়ে হয়রানির শিকার হতে হয়। তাদের এই অধিকার নিশ্চিত করতে হবে।

৪. সম্মানজনক আচরণ: বিদেশ থেকে আসা বাংলাদেশিদের প্রতি আলাদা চোখে না দেখে সম্মানজনক আচরণ করতে হবে। তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না।

৫. বিশেষ ট্রাইবুনাল গঠন: বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা কোর্ট-কাচারিতে হয়রানির শিকার হন। তাদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে।

৬.এয়ারপোর্টে সম্মান: প্রবাসীদের এয়ারপোর্টে নামার পর যেন কোনো হয়রানির শিকার না হতে হয়। তাদের প্রতি সঠিক সম্মান দেখাতে হবে এবং কোনো রকম আক্রমণ বা অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।

৭. ভিভিআইপি কাউন্টার: প্রবাসীদের জন্য এয়ারপোর্টে আলাদা ভিভিআইপি কাউন্টার তৈরি করতে হবে, যাতে তারা বাংলাদেশে এসে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত এবং সহজে প্রবেশ করতে পারেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সন্তানরা যেন হাসেল-মুক্তভাবে দেশে প্রবেশ করতে পারে।

৮.স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণঃ প্রবাসীদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশে এসে সুচিকিৎসা পেতে পারেন।

৯.প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী প্রতিনিধিত্ব: যারা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন বা করেছিলেন, তাদের মধ্যে একজনকে শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এই ৯ দফা দাবি প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এনআরবি রাইটস মুভমেন্ট আশা প্রকাশ করেছে।

Related Articles

দূষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান: জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন

<span;>নিজস্ব প্রতিবেদক: <span;>আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট তিনটি ভিন্ন দূষণের ঘটনায় অভিযান পরিচালনা করে। <span;>কদমতলী ও সাভার এলাকায়

আরও পড়ুন

শুরু হয়েছে নাগরিক সেবা বাংলাদেশ এর জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ এক ঠিকানায় সব নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগ ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর জন্য রেজিস্ট্রেশন আহ্বানের পর এখন পর্যন্ত ১৭ হাজার

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ : তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদকঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণে কাজ করবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। <span;>শনিবার (১৭ই মে)

আরও পড়ুন

আমরা ভারতের মতো পুশ-ইন করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী- স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি(শ্যামনগর)ঃ আমরা ভারতের মতো কাউকে পুশ-ইন করি না, কূটনৈতিক সমাধানে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman