মঞ্জুর:
সম্প্রতি সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০২৪-২০২৫ অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্পসমূহের RADP বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করেছে। এদিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংশ্লিষ্ট অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে চলমান প্রকল্পসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের ও প্রধান প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন। সিনিয়র সচিব বলেন, আপনারা সরকারের কাছে চাইতে পারেন না। চাওয়ার ক্যাপাসিটি আপনাদের মধ্যে নাই। আমরা আপনাদের প্রকল্প এনে দেব। আপনারা সেটা করবেন। তবে খেয়াল রাখবেন আপনাদের কাজ যেন সুন্দর হয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাদের কাজ দেখে মনে রাখে। আপনাদের প্রশংসা করে। প্রতিটি ভবন সুন্দর ভাবে নির্মাণ করবেন। কোনো ত্রুটি রাখবেন না। জালাল উদ্দিন চৌধুরী বলেন, আমি সম্প্রতি এই অধিদপ্তরে যোগ দিয়েছি। প্রধান উপদেষ্টা আমাকে এই পদে বসিয়েছে। জুলাই-আগস্টের বিপ্লব কে বুকে ধারণ করে আমি প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাবো। আমার কাজ কখনও বন্ধ হবে না। এজন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষার ভৌত কাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট অধিদপ্তর কে আরো সক্রিয় হবার আহবান জানান। তিনি বলেন ৯ টি জেলায় এখনো নির্বাহী প্রকৌশলীর পদ শূন্য আছে। এজন্য প্রকল্প বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন জেলায় প্রকল্প কাজ মনিটরিং করার জন্য যানবাহনের প্রয়োজন। সেটা নেই নির্বাহী প্রকৌশলীদের। এই সমস্যা সমাধানে নির্বাহী প্রকৌশলীদের গাড়ি উপসহকারী প্রকৌশলীদের মোটর সাইকেল দিতে হবে।