মোঃসাজ্জাত হোসেন (মোস্তফা)ঃআজ বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর
চালক দলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি মোহম্মদপুর থানাধীন তিনরাস্তা
সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।মোহাম্মদপুর
থানা জাতীয়তাবাদী মোটরচালক দলের
আহ্বায়ক ইউসুফ হাওলাদার এবং সদস্য
সচিব মোঃসফিকুল সেন্টু।উক্ত অনুষ্ঠানের
প্রধান অতিথি আতাউর রহমান ঢালী,মাননীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা
বাবু,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
শিপন বকাউল,মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ শুক্কুর মাহমুদ কোম্পানি ও মোহাম্মদপুর থানা বিএনপির নেতা মোঃসাকিব সরোয়ার।
উক্ত পরিচিত সভায় নেতারা বলেন,সৈরাচার হাসিনা দীর্ঘ ১৬ বছর
বিএনপির নেতা কর্মীকে রাজপথে দাড়াতে
দেয়নি,এমনকি আমাদেরকে ঘরে থাকতে
দেয়নি। আমাদের দলের কেউ আওয়ামিলীগের কাউকে প্রশ্রয় দিলে তার
বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নিতে হবে।
এছাড়া মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মোটর চালক দলের অন্যান্য সদস্য হলেন
যুগ্ন আহ্বায়ক মোঃবাবুল হোসেন,যুগ্ন আহ্বায়ক মোঃসবুজ হাওলাদার, যুগ্ন
আহ্বায়ক মোঃসিরাজ,যুগ্ন আহ্বায়ক মোঃপলাশ,যুগ্ন আহবায়ক মোঃকাশেম এবং
মোঃসোবহান
এছাড়া বিএনপির অংগ সংগঠনের নেতা
কর্মীরা উপস্থিত ছিলেন।