মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ কোথায় যেন হারিয়ে গেছে কপি হাউজের সেই সোনালী গোধূলির আকাশে রাত কাটা আর নেই,আমি বসে আছি এক নতুন উদীয়মান পাখির কল কাকলীর নতুন সুরের কণ্ঠে গান,আমি বসে আছি কখন সেকেন্ড, মিনিট,ঘন্টা পেরিয়ে নতুন সময় বেজে উঠবে,আমি প্রহর গুনছি কখন দিনপঞ্জীকা ক্যালেন্ডারে প্রথম ২০২৫ ইং সালকে স্বাগত জানাবো,আমি জিজ্ঞাসা করছি,রাত পোহাবার কত পাঞ্জেরী?কোথাও কোন সাড়া শব্দ নেই,শুধু ঘড়ির কাটার লাইনটা জানান দিল ২০২৪ তুমি প্রবীন, তুমি চলে যাও,হায় তোমার বিদায়!!!আমি নতুন ২০২৫ ইং তোমাকে জানাই স্বাগত।এমন এক বার্তার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানার,ভাদাইল গ্রামের সিকদার বাড়ির কৃতি সন্তান ও ঢাকা জেলা যুবদলের নেতা মোঃ শরীফুল ইসলাম সিকদার।তার এমন মনোভাবের
শুভেচ্ছার বার্তা জানিয়ে
অতীতের গ্লানিকে পিছনে ফেলে নতুনকে গ্রহন করার আহবান জানান এই ক্ষুদে বার্তাটি দিয়ে।পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করেছেন।
ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অফ বাংলাদেশ এর সংবাদ সম্মেলন
মঞ্জুর : বিসিএসে বয়সসীমা বাড়ানোর জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে দাবি বাস্তবায়িত না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ