নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমার এই মন্ত্রণালয় আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মন্ত্রণালয়ের সেবামূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৫১ থেকে ৫৯ ভাগ মানুষ দেখে। এ মন্ত্রণালয়ের কি কি কার্যক্রম আমরা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা মানুষের দৃষ্টিগোচরে আনতে চাই।
তিনি বলেন, আমরা যারা এখানে আছি, আমরা নিজে নিজের জায়গা থেকে তড়িৎ গতিতে নারী ও শিশুর উন্নয়নে কাজ করে যাবো। নারী নির্যাতনের যে ভালো রিপোর্টগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে তা মানুষের দৃষ্টিগোচরে আনা জরুরি। এজন্য সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট কনটেন্ট এবং টিভিসি আকারে প্রকাশ করতে হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারীর দারিদ্র্য বিমোচন, নারী পাচার রোধ, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং আর্থসামাজিক কর্মকান্ডে নারীর সমঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এ মন্ত্রণালয়। তড়িৎ গতিতে নারী ও শিশুদের সেবামূলক কাজ নিশ্চিত করতে পারলে তখনই কাজের সফলতা হবে এই মন্ত্রণালয়ের সফলতা অর্থাৎ সরকারের সফলতা উল্লেখ করেন তিনি।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সকল শাখা, দপ্তর, সংস্থার কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মতবিনিময় সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খানসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাপান পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে
আন্তর্জাতিক ডেস্কঃজাপানের কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে কমপক্ষে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। “বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস”