মঞ্জুর:
সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০২৪-২০২৫ অর্থ বছরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্পসমূহের RADP বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করেছে। ১৩ই জানুয়ারী ২০২৫ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে চলমান প্রকল্পসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড. খ ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমরা আপনাদের প্রকল্প এনে দেব। আপনারা সেটা করবেন। তবে খেয়াল রাখবেন আপনাদের কাজ যেন সুন্দর হয়। ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাদের কাজ দেখে মনে রাখে। আপনাদের প্রশংসা করে। প্রতিটি ভবন সুন্দর ভাবে নির্মাণ করবেন। কোনো ত্রুটি রাখবেন না। জালাল উদ্দিন চৌধুরী বলেন,
সম্মানিত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মহোদয়ের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, নির্বাহী প্রকৌশলীগণ ও প্রধান কার্যালয়ের প্রকৌশলীদের নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্পসমূহের RADP বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় আপনার সদয় উপস্থিতি আমাকে ও আমার সহকর্মীবৃন্দকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। জুলাই আগষ্ট ছাত্র অভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধসহ প্রায় দেড় হাজারের অধিক শহীদ তাদের রক্তের বিনিময়ে অর্জিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে স্বপ্ন লালন করেছেন সেই স্বপ্ন আজীবন বুকে ধারন করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং বর্তমান সদাশয় সরকার আমাকে গত ২১ নভেম্বর ২০২৪ তারিখ হতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) পদে মনোনীত করে এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাঠ পর্যায়ে ও প্রধান কার্যালয়ে জনবল স্বল্পতার মাঝেও বিদ্যমান প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত নিরলস পরিশ্রম করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির কাজ গুনগতমান রক্ষা করে বাস্তবায়ন করে চলেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি অর্গানোগ্রাম (প্রস্তাবিত) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিবেচনাধীন রয়েছে। উক্ত অর্গ্রানোগ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে ৪১টি বিভিন্ন স্তরের পদ শুধুমাত্র কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাজের জন্য ডেডিকেটেডলি রাখা হয়েছে। বিদ্যমান শূন্য পদপূরণ ও প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। মাঠ পর্যায়ে উপ সহকারী প্রকৌশলীর কার্যালয় না থাকায় উন্নয়ন কার্যক্রমসমূহ নিয়মিত মনিটরিং করা অত্যন্ত দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপ-সহকারী প্রকৌশলীর একটি কার্যালয় স্থাপন করা গেলে মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বহুগুনে বৃদ্ধি পাবে। এবিষয়েও আপনার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি।