নিজস্ব প্রতিবেদক:
একটি ধ্বংসাত্মক অধ্যায়ের অবসানের মাধ্যমে আজকের বাংলাদেশে আমরা উপনিত হয়েছি একথা যেনো ভুলে না যাই । যে ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রান্ত হয়েছে সেখানে আর ফিরে যেতে চাই না। আমরা দেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই । একতা থাকলে যে সব সম্ভব, তা এবার দেখিয়ে দিলেন আমাদের সন্তানেরা। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে বলেন; সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ।
আজ (সোমবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছাত্রদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তালিকাভুক্তি ও সহায়তা প্রদানের নিমিত্তে প্রস্তুতকৃত MIS (integrated social protection management information system ) এর প্রায়োগিক বিষয়,তথ্য সংগ্রহের ছক ও পদ্ধতি বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন; আমরা এমন দেশ চাই,বিশ্ব যেনো বলে একটি সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ একটি আদর্শিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। একটি আদর্শিক সমাজ ব্যবস্থা ও সুন্দর আগামী বির্নিমানে নিষ্ঠার সাথে কাজ করতে হবে । গণপ্রত্যাশা পুরনে আমরা একসাথে কাজ করবো বলেন তিনি। আগামীর বাংলাদেশের নির্মাণটা অনেক নিষ্ঠার সঙ্গে করতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। বৈষম্যহীন সুন্দর দেশ গড়ার অপেক্ষায় তাকিয়ে আছে বাংলার মানুষ।
উপদেষ্টা আরো বলেন, বর্তমান সরকারের মুল ফোকাল পয়েন্ট হচ্ছে সেইসব সন্তানদের নিয়ে। যারা নিজেদের জীবন দিয়ে আজকের বাংলাদেশ উপহার দিয়েছে। এই নতুন বাংলাদেশ বির্নিমানে যেসব তরুন জীবন দিয়েছে। সরকার এই তরুনদের নিয়ে কাজ করবে। জাতির শ্রেষ্ঠ তরুনদের নিয়ে এখনই ভাবতে হবে। যারা নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন তাদেরকে নিরাপদ জীবন দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো:খায়রুল আলম সেখ, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ।
<span;>পরে উপদেষ্টার সঙ্গে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত, সাভারে ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। আজ ২৬ ডিসেম্বর জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও