মোঃ শরিফুল মোল্লা,নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই ভাই হত্যার মামলায় ২৯ আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার সকালে লোহাগড়া আমলী আদালতে হাজির হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে বিকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
গত ১১ সেপ্টেম্বর মল্লিকপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হন। তাদের ভাই ইরান শেখ গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতদের ভাই মুরাদ শেখ ৩৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, লিন্টু শেখ, ইকবাল শেখসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ড এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।