হানিফ কাজিঃ
মিরাজ নগর মসজিদ গলিতে নিয়ম বহিঃর্ভূত বিল্ডিং নির্মানের অভিযোগ
উঠেছে মানিক গংদের বিরুদ্ধে।
মিরাজ নগর মসজিদ গলি এ ব্লক,
প্লট নং-১০৫২,কদমতলী, ঢাকা এলাকায়
৬তলার কাজ চলমান রয়েছে। কিন্তু বিল্ডিং নির্মানের কোন নিয়ম নীতি মানা হচ্ছে না।তিনতলা পর্যন্ত নির্মিত হলে
বিল্ডিংয়ের সেফটি এবং নেট দেওয়ার প্রয়োজন হয় কিন্ত কোন ব্যবস্হা নেই।
মসজিদের পাশে নির্মানধীন বিল্ডিং টি অবস্হিত।নির্মানধীন বিল্ডিং মসজিদের পাশে হওয়ায় অনেক মুসল্লী আতংকে থাকে।নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লী জানায়,বারবার বলার পরেও নির্মানকারী মানিক সহ যারা আছে তারা কোন ব্যবস্হা নেয়নি।তাছাড়া ভবন নির্মানের সময় পাশে জায়গা রাখার কথা নিয়মানুযায়ী থাকলেও রাখেনি।বরং দ্বিতীয় তলা থেকে ছাদ ঢালাই দেওয়ার সময় নিজের ওয়ালের বাহিরের অংশ রাস্তার উপর নিয়ে এসেছে। যেটি নিয়মের মধ্যে পড়ে না।রাস্তা দিয়ে কোন বড় গাড়ি যেতে গেলে আটকে যাবে।
বাড়ির মালিক মানিককে ফোন দিলে তাকে
পাওয়া যায়নি।
এবিষয় রাজউকের অথোরাইজড অফিসার আহসানুল হক ইমামের সাথে
কথা বলতে তিনি জানান, মাসের শেষের দিকে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট অভিযানের
মাধ্যমে আমরা ব্যবস্হা নিব।