মঞ্জুর: গাউছিয়া মার্কেটের সভাপতি ফরিদ উদ্দিনের বিচারের দাবিতে ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ আনিস। তিনি বলেন, গাউছিয়া মার্কেটের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ রিয়াজ হত্যা মামলার অন্যতম আসামী। তিনি একজন বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে অন্যতম অর্থের যোগানদাতা । তিনি একজন খুনীই নয়, তিনি আওয়ামীলীগের মদদ পুষ্ট এবং সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসের অত্যন্ত আস্থাভাজন ব্যাংক লুটেরা ভূমি দস্যু এবং দেশী-বিদেশী ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ কারী। তিনি তার অবৈধ ক্ষমতা এবং অর্থ দিয়ে গাউছিয়া মার্কেট এবং আশে পাশে গড়ে তুলেছিলেন ছাত্রলীগ যুবলীগ ক্যাডার দ্বারা নিজস্ব এক ক্যাডার বাহিনী । যাদের ভয় দেখিয়ে এবং তাদেরকে দিয়ে তিনি অন্যের অর্থ আত্মসাৎ, অন্যের জমি দখল সহ নানা অপকর্মে তাদের ব্যবহার করতেন। তারই জলন্ত উদাহরণ তার নিজস্ব ভবন ‘প্রেমজয়’ এবং উপস্থিত ভারতীয় দুই ব্যবসায়ী । তিনি একজন আওয়ামীলীগের মদদপুষ্ট ব্যাংক লুটেরা যে কিনা ফার্মাস ব্যাংক এবং পদ্মা ব্যাংক থেকে ৯৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী সমিতিকে অনুরোধ করবো আপনারা খুনি, ব্যাংক লুটেরা, চিটার ফরিদের অপকর্ম ঢাকার ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার হবেন না। আমরা ব্যবস্যায়ী সমিতির প্রতিপক্ষ নই এবং আপনাদের ব্যবসায়ীক প্রতিপক্ষ থাকলেও আমরা তাদেরও সহযোগী নই । আমরা শুধু ব্যক্তি খুনী ফরিদের অন্যায়-অবিচারের বিচার চাই । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র শহীদ মোঃ রিয়াজ হত্যা মামলার অন্যতম আসামী, ভূমি দস্যু এবং নিরীহ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং ব্যাংক লুটেরা খুনী ফরিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান । সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সালাউদ্দিন আহম্মেদ, মোঃ রাজু আহম্মেদ, মোঃ ইউনুস পাটোয়ারী, সুমন হোসাইন প্রমুখ।
ইউনিট সভাপতি নজরুল ইসলাম বিশাল মিছিল নিয়ে কর্মীসম্মেলনে যোগদেন
মোঃসাজ্জাদ হোসেন মোস্তফাঃ আজ সকাল ৯ ঘটিকায় তেজগাঁও রেলওয়ে খেলাঘর সমাজ কল্যান সংঘের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ