Somoy News BD

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , শুক্রবার
ব্রেকিং নিউজ

অনুষ্ঠিত হলো প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ
প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ মে ২০২৪, শুক্রবার, দিনব্যাপী বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
প্রতিভা প্রকাশ থেকে এ যাবত আট শতাধিক সৃজনশীল বই প্রকাশ হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করেছেন।

লেখক সম্মিলনে অতিথি হিসেবে বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন- লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, শিশুসাহিত্যিক আনজীর লিটন, কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান, বাংলা ভিশন-এর প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ড. তপন বাগচী, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক আসলাম সানী, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, প্রকাশক আলমগীর সিকদার লোটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক মঈন মুরসালিন।

সারাদেশ থেকে যেসব লেখকগণ অংশ নিয়েছেন তারা হলেন- শ্যামলী কর্মকার, আবিদ হান্নান, ইফতেখার শিবলী, দয়াল ফারুক, সাগর আহমেদ, রাশিদুল হাসান বাচ্চু, মুশফিকা মোশাররফ, মহিউদ্দিন শিবলী, নজরুল ইসলাম মন্ডল, শামিমা সিরাজী সুমি, পলি রহমান, তাহমিনা শিল্পী, সায়েফ সুফল, রিবা সুলতানা, মাহবুবা ফারুক, শারাবান তহুরা, সুমন সুবহান, অমিত সরকার, রতন আলী, আর্শিনা ফেরদৌস, দারুস সালাম মাসুদ, শামীমা ইয়াসমিন, ফরহাদুজ্জামান শেখ, আদনান ফারাবী, জান্নাত তায়েবা, তাসরিবা খান, আহমাদ স্বাধীন, হালিম নজরুল, বিপুল প্রিয়, মাহবুব রুমন, কাব্য কস্তা, দীন মুহাম্মদ, নাসরীন তাহের, শেখ নাজনীন, সালমা সুলতানা, মনির হোসেন জীবন, সাইকা আলম, শামছুন নাহার, ড. শাহনাজ পারভীন, শাহনাজ পারভীন মুক্তি, আলমগীর খোরশেদ, এস আফরোজ, এম. আব্দুল কাইয়ুম, সি এম শাহীন, রাবেয়া রুবি, সারওয়াৎ জাবীন লুবনা, আহমেদ মোস্তফা ফয়সাল, কলি চক্রবর্তী, সিরাজ উদ্দিন শিরুল, আহমেদ জসিম, নজরুল ইসলাম খান, আউলিয়া পারভীন, শাহানারা স্বপ্না, নাসরীন রেখা, মাহবুবুল আলম মহব্বত, শেখ বারী, গোলাম নবী পান্না, সুরাইয়া চৌধুরী, নাজমুছ সাদাৎ নোমান, নেপাল সূত্রধর চয়ন, আনোয়ার হোসেন, সরকার জাহিদুল ইসলাম, রফিক আনম, পুস্পিতা রায়, কল্পনা দাস, সাঈদ মাহবুব, নিয়ামুল বারী, সবুজ ইসলাম, আজিম সৈয়দ, কুসুম তাহেরা, শেলী সেলিনা, সুপান্থ মিজান, ফিরোজ আহমেদ বাবুল, সুপদ বিশ্বাস, আবু রাসেল, পৃথ্বীশ চক্রবর্তী, ইমরান পরশ, ফারজানা পরী, বিপ্লব মোহন চৌধুরী, আকাশমণি, আশ্রাফ বাবু, সোনিয়া তাসনিম, রুবেল হাবিব, পুলিন রায়, সুফিয়ান আহমদ চৌধুরী, সেলিনা আক্তার সেলিনা, মুহাম্মদ ইসহাক, শিমুল পারভীন, মেহেদী হাসান ইমন, মোহাম্মদ শাহজামান, মনিরুজ্জামান তুহিন, মফিদুল ইসলাম, শামীম হাসনাইন, বিটন বড়ুয়া, নূর মোহাম্মদ, মোহাম্মদ শাহজাহান, সিফাত চাখারী, সৈয়দ কামরুল হাসান, আবুল বাশার বাচ্চু, উম্মে হাবিবা কনক, মুস্তাফা ইসলাহী, শ. ম. ওয়াহিদুজ্জামান, তাহমীদ আবরার, এম কামরুজ্জামান, আশেক জুনায়েদ, মুহাম্মদ মনিরুল হক, সৈকত রায়হান, শাহনাজ মাহামুদা জেবা, সাইদ খোকন নাজিরী, মশিউর রহমান দুর্জয়, সেলিনা আখতার, নাজিমউদ্দিন রুম্মান, সোহাগ পারভেজ, ড. ইয়াহইয়া মান্নান, আফরোজা আক্তার, হাসিনা সাঈদ মুক্তা, আয়শা হোমায়রা মুক্তা, কাজল মাস্টার, শেখ বিপ্লব হোসেন, আসমান আলী, কানিজ ফাতেমা, বাপ্পি সাহা, আবুল খায়ের নাঈমুদ্দীন, সিয়াম আহমেদ, আশিকুর রহমান স্বাধীন, জহুরুল হক সুমন, নজমুল ইসলাম খসরু, সৈয়দ শাকিল আহাদ, নুরুন্নাহার ডলি, মোহাম্মদ আনিছুর রহমান, অধরা আলো, নাজনীন শুভ্র, ফখরুল হাসান, মানিক চক্রবর্তী, শারমিন সুলতানা রীনা, আরিফা রহমান, সাজেদা সুলতানা কলি, মিনা ফারুক, আমেনা খানম, কাজী আনারকলি, রুহুল আমিন, গাজী আবু হানিফ, ডরিন আহম্মেদ, রিনা রহমান, সুপ্রীতি বিশ্বাস সুস্মি, এস এম সাথী বেগম, বাবলু মওলা, মোহাম্মদ মোশতাক চৌধুরী, মোঃ সোয়াইব ভুইয়া, মোহাম্মদ আরিফ, সিরাজিয়া পারভেজ, নাফে নজরুল, নাদিরা খানম, সুলেখা আক্তার শান্তা, আমিনা সুলতানা সানজানা, মো. শামীম মিয়া, পারভীন শাহনাজ। পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছেন- বন্দনা পাল, চৈতালি রায়।

Related Articles

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পূর্ণবাসনের দাবি

মঞ্জুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের পূর্ণবাসনের দাবি জানিয়েছে ‘ভুক্তভোগী সৌদিপ্রবাসীরা’। বৃহস্পতিবার ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি জানানো

আরও পড়ুন

বায়তুল মুকাররম মসজিদে নতুন খতিব নিযুক্ত

নিজস্ব প্রতিবেদকঃ দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেক (হাফি.) কে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে। গতকাল সরকারের

আরও পড়ুন

প্রজেক্ট টুমরো এর জুলাই প্রোটেস্ট এ্যাপসের উদ্বোধন

মঞ্জুর: প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিঃ গতকাল মঙ্গলবার ১৬ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলায় প্রজেক্ট টুমরো এর জুলাই প্রোটেস্ট এ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে

আরও পড়ুন

টঙ্গীতে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ আজ (বুধবার) গাজীপুরের টঙ্গীতে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স প্রাঙ্গণে পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ন্যায্য মূল্যে TCB পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও