Somoy News BD

১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , বুধবার
ব্রেকিং নিউজ

অলীন বাসার এর নতুন বই ধর্মব্যাধি

আলী আহসান রবিঃ
সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে গল্প লিখেছেন অলীন বাসার। তার সেইসব গল্প নতুন বই ধর্মব্যাধিতে স্থান পেয়েছে।
অসঙ্গতিগুলো উপস্থাপন করা হয়েছে সুন্দরভাবে। কিছুটা মজা করে। ছোট ছোট বাক্যে। কল্পনা আর বাস্তবতার মিশ্রণ আছে এতে।
বিশ্ব সাহিত্য ভবন থেকে প্রকাশিত বইয়ের প্রচ্ছদ করেছেন নাফিস ইফতেখার। দাম রাখা হয়েছে দুইশত টাকা।
ধর্মব্যাধি বইয়ে আছে ১৭টি গল্প। প্রতিটি গল্পে আছে নতুন গল্প। একটার সাথে আর একটার মিল নেই। সবই এই সমাজের চিত্র। দৈনন্দিন জীবন যাপনে আমরা যা করতে চাই না, কিন্তু অহরহ করতেই থাকি, সেগুলোই বলার চেষ্টা করা হয়েছে গল্পগুলোতে।

প্রথম গল্পের নাম ‘ওয়িং স্কেল’। ব্যবসায়ী মুখোমুখি হন স্বয়ং সৃষ্টিকর্তার। স্বপ্নে দেখা সেই ঘটনার প্রতিফলন ঘটে বাস্তব জীবনে? পরের গল্প ‘ধর্মব্যাধি’। সমাজে ধর্মকে পুঁজি করে চলতে থাকা মানুষের খুব সামান্য একটা, খুবই ছোট একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে।
সমাজে অবহেলিত নারীর অবহেলা পাওয়ার চিত্র আঁকা হয়েছে ‘দেবতার শিল্প’ গল্পে। ‘প্রতিমার খুঁত’ গল্পে নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। বাবা মায়ের কঠিন শাসন শিশু মনে কেমন প্রভাব ফেলে তা তুলে ধরা হয়েছে ‘দোয়া’ গল্পে।
এভাবে প্রতিটা গল্পে এখনকার ভিন্ন ভিন্ন চিত্র, পরিবেশ, পরিস্থিতি চোখে আঙুল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

ছোট বয়সেই ছোটদের মনস্তাত্ত্বিক বিকাশে অলীন বাসার এর লেখা উৎসাহ যুগিয়েছে। তার আগের গল্পগুলোর প্রতিপাদ্য ছিল ‘ভয় নয় আনন্দ’। ভূত নিয়ে গল্প লিখলেও বাচ্চাদেরকে সে ভয় দেখায়নি। বরং আনন্দ দিয়েছে। ভূত ভয় না দেখিয়ে বন্ধু হয়ে উপকার করেছে।
তার রূপকথার গল্পগুলোও ছিল ভিন্ন ধরনের।
এখন সব বয়সী মানুষের জন্য লিখছে অলীন।
২০১৫ সালে যখন অলীন বাসার এর প্রথম বই প্রকাশ হয় তখন সে প্রথম শ্রেণির ছাত্র। বয়স তখন সাত। আর গল্প লেখা শুরু ছয় বছর বয়স থেকে।
শিশু-কিশোর ছাপিয়ে সকল পাঠকের জন্য এবার অলীন লিখেছেন ধর্মব্যাধি।
উপন্যাস, গল্প সংকলনসহ এপর্যন্ত তার ১৪টি বই প্রকাশ হয়েছে।
৮ই জ্যৈষ্ঠ ১৪১৫, ২২শে মে ২০০৮, মঙ্গলবার, সাতক্ষীরায় জন্ম। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল থেকে এসএসসি পরীক্ষার্থী।

অলীন বাসার এর প্রকাশিত অন্য বইগুলো:
বল্টুদের দেয়াল ঘড়ি (কিশোর উপন্যাস, বিশ্ব সাহিত্য ভবন, ২০২৪); নীল রত্নের রাজ্যে মিনু (কিশোর উপন্যাস, বিশ্ব সাহিত্য ভবন, ২০২৩); চক্র (পালক প্রকাশনি, ২০২২); পেটুক শিয়াল (ঘাসফড়িং প্রকাশনি, ২০২১); কালো ঘোড়া (পাঞ্জেরি পাবলিকেশন্স, ২০২০); বাঘের গর্জন (ঘাসফড়িং প্রকাশনি, ২০২০); বিড়াল পণ্ডিত (ঘাসফড়িং প্রকাশনি, ২০১৯); গোরস্তানে বিয়ে (সাম্প্রতিক প্রকাশনি, ২০১৯); পালোয়ানের হার (ঘাসফড়িং প্রকাশন, ২০১৮); ভূতের টিউশনি (জ্ঞান বিতান ২০১৮); ভুতুম (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৭); ভুতুড়ে (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৬) এবং অন্ধকারে ভূতের ছায়া (সাঁকোবাড়ি প্রকাশন, ২০১৫)।

অপ্রকাশিত গল্প এখনও শতাধিক। নতুন গোয়েন্দা সিরিজ লিখছে। এগুলো এখনও প্রকাশ হয়নি।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর দুই দিনের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং রয়টার্স এর ডিজিটাল জার্মালিজম কোর্স (অনলাইন) করেছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আইডিয়াল ক্রিয়েটিভ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সে।
বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব সাহিত্য ভবন প্রকাশনির ১৯৮, ১৯৯, ২০০ ও ২০১ নম্বর স্টলে।

Related Articles

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার (১৮

আরও পড়ুন

আল কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় মানুষ দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে – আমীর, ইসলামী সমাজ

মঞ্জুরঃ আজ,মঙ্গলবার, সকাল ১১ টায়, ইসলামী সমাজের উদ্যোগে রাজধানীর বায়তুল  মোকাররমের উত্তর গেইট থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব অভিমূখে শান্তিপূর্ণ গণ মিছিল কর্মসূচি পালন করা

আরও পড়ুন

সোনাদিয়ার ৯ হাজার ৪৬৭ একর জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ: রক্ষিত এলাকা ঘোষণা করবে বন বিভাগ।

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ১৭ মার্চ ২০২৫: কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ৯ হাজার ৪৬৭ একর জমি বন বিভাগের অনুকূলে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে

আরও পড়ুন

বাজারে পাটব্যাগ সহজলভ্য করতে উদ্যোগী সরকারঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা,সোমবার, ১৭মার্চ,২০২৫: বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,’ পাট ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও