নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ও ডিএমপির আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইব্রাহিম (২২), ২। মুন্না (১৯), ৩। সজল (২০), ৪। আনোয়ার (১৮), ৫। আকাশ (১৯), ৬। নুরুজ্জামান (২০), ৭। মোঃ রওনাক (২৩), ৮। নয়ন (২২), ৯। মোঃ সাফি (২৫), ১০। মোঃ সাইম (২১), ১১। মোঃ রাসেল (১৯), ১২। রবিউল ইসলাম বাবু (২২), ১৩। সজীব (২০), ১৪। রবিন (২০), ১৫।মোঃ সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ১৬। মোঃ আলাল হোসেন (১৮), ১৭। মোঃ মালেক(২৮) ও ১৮। আলামিন(২২)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নিদের্শনায় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, আদাবর থানার অফিসার ইনচার্জসহ থানার চৌকস দল ও যৌথ বাহিনী কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।