মঞ্জুর:
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনের ৩য় তলায় গতকাল ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ব্যবসায়ীক পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে মোঃ সামস পিতা- হাজী আঃ ছালাম সরকার, মাতা- আকিবা খাতুন, ঠিকানা: সামসের মিল, গ্রাম: নোয়াদিয়া, নোয়াদিয়া, ডাকঘর: নোয়াদিয়া-১৬০০, শিবপুর, নরসিংদী সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ০৯/০১/২০২৫ইং তারিখে আমি মোঃ সামস ফেন্সগঞ্জ থানা, সিলেট এর ওসি সাহেবের নিকট একটি অভিযোগ করি এবং আমার বিস্তারিত ঘটনা বলি। পরবর্তীতে সেই দিন যে জিডি দায়ের করি যাহার জিডি নং: ৪০১। অভিযোক্ত তৌহিদুল ইসলাম সিটু (৫২), পিতা- মৃত মোস্তফা আহমদ, সাং; পূর্ব পলাশদীর হাওলাপাড়া, থানা- পলাশ, জেলা: নরসিংদী, বর্তমান: শাহজালাল সার কারখানার লেভার ঠিকাদার সে কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে ঐদিন আনুমানিক সন্ধ্যা ৫.০০ ঘটিকার সময় ফেলুগঞ্জ সার কারখানা ফেক্টোরির ভিতরে ঢুকে আমাকে আক্রমন করে এবং আমার কিছু ভিডিও ধারণ করে এবং যা তা গালাগালি করে। সর্বশেষ ওসি সাহেবকে ফোন দিলে ঘটনাস্থলে কিছুক্ষণ পর এসআই পলাশের নেতৃত্বে তার একটি টিম নিয়ে সেই স্থানে যান। সেখানে যাওয়ার পরে কোনো সমাধান করা সম্ভব না হলে উভয় পক্ষ থানায় যাই এবং আমাকে জিজ্ঞেস করার পরে আমার পাওনা টাকা না দিয়ে বরংচ আমার বিরুদ্ধে সে মিথ্যা বক্তব্য দিয়ে উল্টা আমার কাছে টাকা দাবি করে যা আমাদের ব্যবসায়ীক পার্টনারের টাকা আত্মসাৎ করার জন্য বিভিন্ন ভাবে হুমকি দামকি প্রদর্শণ করে এবং সেটা আবার ভিডিও ধারণ করে আমাকে হুমকি দেয়। সিটু ও তার সহযোগী মানিক এর নিকট আমার পার্টনারশিপের আনুমানিক ৬৬,০০,০০০/- (ছয়ষট্টি লক্ষ) পাওনা টাকা না দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি আমি কিভাবে তার কাছ থেকে টাকা আদায় করি তা সে দেখে নেবে মর্মে হুমকি প্রদান করিতেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামস এর ভাই মাইনুল ইসলাম, ছেলে দিহিয়া আবজি সামস প্রমুখ।