ডেস্ক রিপোর্ট – গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (বাপাকা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
গতকাল (১৭ মে) শুক্রবার সকালে বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ খালিদুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক আবুল হাসান হাসি, প্রচার সম্পাদক ইব্রাহীম আজম বকসী সহ সমগ্র বাংলাদেশের সহকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বাপাকা’র মুখপাত্র ইব্রাহীম আজম বকসী বলেন, আমাদের পেশাজীবি সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা -২০২৪ উপলক্ষে সারা দেশের সহকর্মীগণ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জমায়েত হয়েছে।
তিনি আরও জানান, সভার কার্যবিবরনী অনুযায়ী দিনের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে টুঙ্গীপাড়া উপজেলার অন্তর্গত ১ নং কুশলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাপাকা’র বার্ষিক সাধারণ সভা-২০২৪ সাফল্যের সাথে সম্পন্ন হয়।
তিনি বলেন, এসময় গোপালগঞ্জ জেলার সদ্যপ্রয়াত সহকর্মী আবির হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্য তথা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। প্রতিটি ইউনিয়ন এর প্রান্তিক জনগণের মাঝে উন্নত ও ডিজিটাল সেবা প্রদানসহ সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা স্থানীয় জনগনের দোরগোড়ায় পৌছাতে আমরা বদ্ধপরিকর।
আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও চিকিৎসাধীন সকলের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি