Somoy News BD

২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , সোমবার
ব্রেকিং নিউজ

ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

মঞ্জুরঃ বিগত কয়েক বছর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় অফিস নিয়ে ই-কমার্স বিজনেসের নামে নূরতাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখের অভিনব প্রতারণা। সে নিজেকে প্রায় দশটা কোম্পানির মালিক দাবি করে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে রাজধানীর নামি-দামি জায়গায় অফিস নিয়ে বাড়িওয়ালা ও বিনিয়োগকারীদের থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন প্রোডাক্ট এবং পণ্যের অধিক লাভের লোভ দেখিয়ে বিভিন্ন জন থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় বলে স্থানীয় থানায় ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করে।
এদিকে ভুক্তভোগী বাড়িওয়ালা ইসমাইল হেসেন জানান প্রায় এক বছরের মত তালবাহানা করে তার এডভান্স এবং ভাড়া কোনটাই দেয়নি। এতে বাড়িওয়ালা সংক্ষুব্দ হয়ে ই-কমার্স কোম্পানি নুরতাজের এই ভবন থেকে তার অফিস সরিয়ে নেয়ার জন্য উকিল নোটিশ প্রদান করেন।
এ দিকে ই কমার্স কোম্পানি নূরতাজের মালিকের সাথে যোগাযোগ করলে সে বাড়িওয়ালার সাথে তার ভাড়া প্রাপ্যের বিষয় স্বীকার করে এবং বলে সে এখন অর্থনৈতিক ঝামেলায় আছে।
অন্যদিকে একজন ব্যাংকার নাম প্রকাশে অনিচ্ছুক তার কাগজপত্র দিয়ে দেখায় যে সে প্রায় ৮ লক্ষ টাকা তার থেকে প্রতিমাসে পণ্যে লাভ দিবে বলে নেয়। কিন্তু এখন আর নুরতাজের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ জন্য তিনি কলাবাগান থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে নুরতাজের অফিসের পিয়ন জানায় যে, বস আমাদেরকে টাকা না দিয়ে ছুটি দিয়ে অফিসের অন্য স্টাফদের কে দিয়ে অফিসের মালামাল বের করার জন্য একটি চিরকুট লিখে দেয়। যা ভবনের সিকিউরিটিদের কে দেখিয়ে যেন আমরা রাতে মাল নিয়ে যাই। কারণ গ্রাহকদের পাওনার কারণে অফিস করা মুশকিল।
অফিসের বিষয়ে ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে কোনো ধরনের লেনদেনের সত্যতা পাওয়া যায়নি। তিনি জানান তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্নতা করতে তাকে জড়ানো হয়েছে। তিনি আরো বলেন যে, ভুক্তভোগী গ্রাহকরা তাকে ব্যবসায়ী নেতা হিসেবে তার নিকট অভিযোগ করেন।
এদিকে কলাবাগান থানায় যোগাযোগ করলে সাংবাদিকদের কে জানায় নুরতাজ বাংলাদেশ লিঃ নামক ই-কমার্স নামক কোম্পানীর বিরুদ্ধে বাড়িওয়ালা সহ অনেক বিনিয়োগকারী গ্রাহক ও ভুক্তভোগীর অভিযোগ পাওয়া গেছে।

Related Articles

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেছেন।

আরও পড়ুন

আশুলিয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

হৃদয় শিকদার :আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার <span;>(১৭ জানুয়ারি)  আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ইউনিক এলাকায়

আরও পড়ুন

চাকুরীর পরীক্ষায় বৈষম্যের শিকার এবং স্বামীকে মানষিক নির্যাতনে ন্যায় বিচারের দাবি

মঞ্জুর: খোদেজা আক্তার (স্বামী-জুয়েল মোঃ বিল্লাল)  ১৬ই জানুয়ারী ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে খোদেজা আক্তার বলেন, আমি খোদেজা

আরও পড়ুন

হেযবুত তাওহীদের সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে সংবাদ সম্মেলন

মঞ্জুর: বুধবার ১৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হেযবুত তাওহীদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও