নিজস্ব প্রতিবেদকঃ
দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২,৪১,০০,৫৫০ (দুই কোটি একচল্লিশ লক্ষ পাচঁশত পঞ্চাশ) মিটার অবৈধ জাল, ১৮৬৯ (এক হাজার আটশত উনসত্তর) কেজি মাছ, ২১০ (দুইশত দশ) কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৬০ (একশত ষাট)টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭৪ (চুয়াত্তর)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৫(পাঁচ)টি ড্রেজার জব্দ করা হয়।
০৭ (সাত) দিনব্যাপী এই অভিযানে ২৪৮(দুইশত আটচল্লিশ) জন আসামী গ্রেফতার করা হয় এবং ২৬(ছাবিশ)টি মৎস্য আইন, ১৬(ষোল)টি বেপরোয়া গতি, ২(দুই)টি বালুমহাল আইন, ৮(আট)টি অপমৃত্যু, ১(এক) টি চাঁদাবাজি এবং নারী ও শিশু আইনে ১(এক)টি মামলাসহ মোট ৫৫ (পঞ্চান্ন)টি মামলা দায়ের করা হয় এবং ৯(নয়)টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।













