মঞ্জুর: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল ১৭ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার তোপখানা রোডস্থ বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ ভূঞা, জুলফিকার আলী প্রামানিক, সুব্রত রায়, নুরুল আবছার, মোঃ ফজলুর রহমান, মনির হোসেন, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম নাসিম প্রমুখ।
বক্তারা প্রাথমিকের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড সহ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা শিক্ষকদের পেশার প্রতি আরও আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে মোঃ আনোয়ারুল ইসলাম তোতা কে সভাপতি, জুলফিকার আলী প্রামানিককে নির্বাহী সভাপতি ও মো. আব্দুল ওয়াদুদ ভূঁঞাকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ সহ দুই সহস্রাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেয়।