হৃদয় শিকদার :আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার
<span;>(১৭ জানুয়ারি) আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ইউনিক এলাকায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: শেখ শওকত হোসেন, আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকা জেলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোকেয়া জাবেদ মায়া সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সংসদ ছাত্র অধিকার পরিষদ। বিশেষ অতিথি ছিলেন শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা, উত্তর।
এ সময় বক্তব্য রাখেন বিশেষ অতিথি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিশোধ ঢাকা জেলা উত্তর। তিনি বলেন আমাদের কেউ যদি পিঠে আঘাত করে আমরা তাদের বুক পেতে দেই আসো ভাই আসো আলিঙ্গন কর আলোর পথে আসো।
অনুষ্ঠানের শেষের দিকে বক্তব্য রাখেন প্রধান অতিথি এ্যাড: শেখ শওকত হোসেন, আহ্বায়ক গণ অধিকার পরিষদ ঢাকা জেলা। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলতে চাই এখন যারা লুটপাটের রাজ্যে আছেন চাঁদাবাজী রাজ্যে আছেন ভাববেন না ছোট ছোট দলগুলো কিছু করতে পারবে না এটা আপনাদের বিশাল বড় ভুল।