মঞ্জুর:আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে ১৮ই ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যান,আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন,আন্তবর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন, যা আগের চাইতে ২৬ শতাংশ বেশি। অনুষ্ঠানে ৫ প্রবাসীর সন্তানকে শিক্ষাবৃত্তি, ১০ ব্যাংক কে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও ১০ প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। এ বছর সুইজারল্যান্ড প্রবাসী ড. আমিন খন্দকার কে তৃতীয়বারের মতো সিআইপি সম্মাননা দেওয়া হয়। এর আগে ২০২২ ও ২০২৩ সালে তিনি এই সম্মাননা পেয়েছিলেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে রোজগার করেন। তারা দেশে টাকা পাঠান। তাদের পাঠানো টাকা লুটপাট করে নিয়ে নেয় স্বৈরাচার। উদাহরণ হিসেবে তিনি ইসলামী ব্যাংকের কথা সবার মাঝে তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীরা পছন্দ করত ইসলামী ব্যাংকে টাকা পাঠাতে। অথচ বিগত সরকার এই ব্যাংক কে লুটপাট করে মেষ করে দিয়েছে। ইসলামী ব্যাংকের মতো আরো কয়েকটা ব্যাংক লুটপাটের শিকার হয়েছে। তিনি আরো বলেন, পাসপোর্ট প্রাপ্তি নিয়ে প্রবাসীদের অনেক অভিযোগ আছে। পাসপোর্ট তার মন্ত্রণালয়ের অধীনে না। এজন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি দেখার অনুরোধ করেন। তিনি বলেন, এ বছর সৌদি প্রবাসীদের এমআরপি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপর ধাপে ধাপে অন্য দেশে দেওয়া হবে। প্রবাসীরা যাতে ভোট দিতে পারে, এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান ।
শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেছেন।