নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃতরা হলো ১) মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), ২) মোঃ নাসিম হাসান লাভলু (৪৪) এবং ৩) ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সংঘবদ্ধ একটি প্রতারক চক্র দীর্ঘ দিন যাবৎ মোবাইল ফোনে নিজেদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ সন্ত্রাসী শাহাদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীদের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে প্রতারিত করে বিকাশ, নগদ এর মাধ্যমে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই ২০২৫ খ্রি. ডিবি মতিঝিল বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মধ্য পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যমতে রাজধানীর পল্লবী এলাকা থেকে একই চক্রের মোঃ নাসিম হাসান লাভলু (৪৪) কে এবং গাজীপুরের গাছা এলাকা হতে ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন সেট, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় আটটি সীল, ছবি ও নাম ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবৎ নিজেদের সরকারি উর্ধ্বতন কর্মকর্তা এবং কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে ফোন করে হুমকি প্রদান ও ভীতিকর পরিস্থিতি তৈরী করে বা কখনো প্রলুব্ধ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। উক্ত কাজে তারা একাধিক সিম কার্ড এবং মোবাইল ফোন সেট ব্যবহার করতো। তাদের প্রতারনার শিকার গণ্যমান্য ব্যক্তিগণ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।













