- মঞ্জুর:নারীপক্ষ’র আয়োজনে ২৯ অগ্রহায়ণ ১৪৩১/১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার সকাল ১১.৩০ টায় ঢাকা রিপোটার্স ইউনিটি এর নসরুল হামিদ মিলনায়তনে ‘‘নারীর অধিকার ও মুক্তি: প্রত্যাশা ও করণীয়’’ শিরোনামে সংবাদ সম্মেলন করা হয়। নারীপক্ষ’র সভানেত্রী গীতা দাসের সভাপতিত্বে এবং সদস্য মাহীন সুলতানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। নারীপক্ষ দুর্বার নেটওয়ার্কের সহযোগিতায় ৮টি বিভাগে কর্মশালার মাধ্যমে নারী আন্দোলনের দাবিনামা পর্যালোচনা করে। নারী আন্দোলনের দাবিগুলোকে ৮টি বিষয়ে একত্রীকরণ করে ক. আইন ও নীতি; খ. প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গ. সেবা সংক্রান্ত কার্যক্রম এই তিনটি ভাগে ভাগ করে স্বল্প (৬ মাসের মধ্যে), মধ্য (১ বৎসরের মধ্যে) ও দীর্ঘমেয়াদি (৩বৎসর ও এর ঊর্ধ্বে) কর্মপরিকল্পনার প্রস্তাবনা তৈরি করে।
শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেছেন।